প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে ৫০ কেজি গাঁজাসহ ডিবির হাতে আটক -৩

মোঃ রুবেল হোসেন, সাভার: ঢাকা জেলা সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা ও মাদক সরবরাহ করার পরিবহন পিক আপ ভ্যান উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, সোমবার রাতে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ও পিক আপ ভ্যানসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলা দেবিদ্বার থানার পৈয়াবাড়ি গ্ৰামের আলী আশরাফের ছেলে আল আমিন (২২), কুমিল্লা জেলা দেবিদ্বার থানার আশরা (কেরানীবাড়ি) মৃত আয়নাল হোসেনের ছেলে মাসুদ (২৫), ও নওগাঁ জেলা নওগাঁ থানার মাগুড়া দক্ষিণ পাড়া গ্ৰামের মৃত হামিদুর রহমানের ছেলে কবির হোসেন (৩০)। ডিবি পুলিশ জানায়, সোমবার রাত ১১:৪০ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ী কে আটক করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই মোঃ ফজলুল হক এর একটি চৌকষ টিম ।এ সময় তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও পিক আপ ভ্যান উদ্ধার করা হয়। আসামীদের ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে এবং তাহারা জব্দকৃত ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা কুমিল্লা হইতে সরবরাহ করিয়া নওঁগার উদ্দেশ্যে যাইতেছিল বলিয়া স্বীকার করে। এ বিষয়ে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবিব খান, পিপিএম (সেবা) এর তত্ত্বাবধানে ঢাকা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আমাদের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন