প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আসন্ন বোয়ামারী উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ আসাদুজ্জামান

বোয়ালমারী উপজেলা প্রতিনিধি: আসন্ন বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে গরিব দুঃখী মানুষের বন্ধু জনাব মোঃ হিরু মুন্সী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী বোয়ালমারী উপজেলাবাসীর জন্য জনাব হিরু মুন্সির মনের পরিকল্পনা * মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও এতিমখানা আধুনিকায়ন করা হবে । * শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে * বোয়ালমারী উপজেলার সকল রাস্তাঘাট উন্নয়ন করা হবে। * শিক্ষিত বেকার মুক্ত তরুণ সমাজ গঠন করার লক্ষ্য আধুনিক ও কর্মমুখী প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে । * বোয়ালমারী উপজেলা কে স্মার্ট ও মডেল সিটি করা হবে, যেন নাগরিকেরা শহরের সকল সুযোগ-সুবিধা উপভোগ করতে পারেন। * বোয়ালমারী উপজেলাকে শতভাগ দরিদ্র মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। * বোয়ালমারী উপজেলায় মাদক দুর্নীতি সন্ত্রাস দমনের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন