প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার পক্ষ থেকে সবজি ডোনেট বক্স প্রোগ্রাম অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, “শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা”র পক্ষ থেকে সংগঠনের সভাপতি মো: সাজ্জাদ হোসাইন শাকিল এর নির্দেশনায় শ্রীবরদী পশ্চিম কাঁচামাল বাজারে “সবজি ডোনেট বক্স” প্রাগ্রামের আয়োজন করা হয়। এই সবজি ডোনেট বক্স থেকে অসহায় হত দরিদ্র লোকরা “ফ্রি” সবজি পাবেন। পবিত্র রমজান মাসে ছিন্নমূল মানুষরা যাতে ঠিক মতো সবজি খেতে পারে এর জন্য সংগঠনের পক্ষ থেকে এই “সবজি ডোনেট বক্স” এর উদ্যোগ নেওয়া হয়। প্রাগ্রামটিতে উপস্থিত ছিলেন, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়ার পুত্র বিশিষ্ট সমাজসেবক মোকাদ্দেছ কাওসার, শ্রীবরদী কাঁচা বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: মিনাল। এবং সংগঠনের স্বেচ্ছাসেবী ভাইদের মধ্যে মো: আসিফ আহমেদ দিপু, মোঃ সুমন হাসান, মোঃ আব্দুল মবিন, মোঃ মনির হোসেন,মোঃ সাকিল হোসেন আসিফ,মোঃ আব্দুল আল রাহিম, মো: বিপুল হাসান, মো: স্বাধীন, মোঃ পলাশ,মোঃ তৌহিদুল ইসলাম,মোঃ রাকিবুল হাসান রোমান, মোঃ শফিকুল ইসলাম শপণ আরও অনেকেই। সবার সার্বিক সহযোগীতায় প্রাগ্রামটি সুন্দর হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন