প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

শুভ জন্মদিন পালিত

 মোছা: সামিহা রানা সাওদা পিতা মো: সোহেল রানা মাতা মোছা: ইয়াছমিন আক্তার গ্রাম, কুকড়ার পাড় পোষ্ট, ফতেহপুর থানা, শ্রীবরদী জেলা,শেরপুর। শুভ জন্মদিন ১৩/৩/২০২২ সোমবার সকাল ৯ টায় তার জন্ম হয় তাই ১৩/৩/২৪ সামিহা রানা সাওদার জন্মদিন পালিত করা হয় এই সময় উপস্থিত থাকেন তার বাবা মোহাম্মদ সোহেল রানা ও তার মাতা ইয়াসমিনা আক্তার আরো উপস্থিত থাকেন তার ফুফু কাকি কাকা দাদি দাদা আরো অনেকেই প্রমুখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন