প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাবেক সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার নিজস্ব অর্থায়নে ভূমিহীনদের বসতঘর উপহার

বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ভূমিহীন পরিবারকে নিজস্ব অর্থায়নে বসতঘর উপহার দিয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল ফেরদাউস আলফা আজ ১৬ মার্চ শনিবার বিকাল ৫ টায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে গৃহহীনদের ঘর উপহার দেন তিনি এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার বিভিন্ন রাজনীতি সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গসহ স্থানীয় জনসাধারন ও সাংবাদিকরা এ সময় আল ফেরদাউস আলফার বক্তব্যে বলেন,আমি আমার সাধ্য মতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি । যতদিন বেঁচে আছি মানুষের পাশে থাকবো এবং এলাকার উন্নয়নের কাজ করে যাবো এবং আমার যতটুকু সাধ্য আছে তাই দিয়ে গরিব অসহায় মানুষের পাশে থাকবো। এ সময় ভূমিহীনরা নতুন ঘর পেয়ে অনেক খুশি

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন