প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সোনাগাজীতে এ্যারন গ্রুপ উইনিং স্মাইল এর ৩শত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে এ্যারন গ্রুপ উইনিং স্মাইল এর পক্ষ থেকে ৩শত পরিবারকে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(১৬) মার্চ দুপুরে ত্রাণ ও ইফতার সামগ্রী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি চরডুব্বায় বিভিন্ন অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জয়নাল আবেদীন বলেন, প্রতি বছর আমার ও পরিবারের পক্ষ থেকে এলাকার গরীব অসহায় মানুষগুলোকে খাদ্য সামগ্রী প্রদান সহ নিজের সামর্থ্য মতো নানান রকম সহায়তা করার চেষ্টা করি। এলাকার প্রতিটি সামর্থ্যবানকে এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন