প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নোয়াখালীতে কেন আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা সময়ের দাবি

লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হলে প্রচুর পরিমাণে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরা আসতে শুরু করবে। এতে বাংলাদেশের পর্যটন শিল্পে উন্মোচিত হবে আরেক নতুন সম্ভাবনার দ্বার। নিঝুম দ্বীপে বিদেশি পর্যটক আসতে আগ্রহ প্রকাশ করলেও আন্তর্জাতিকভাবে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক পর্যটকরা আসতে পারছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটন শিল্প। নোয়াখালী থেকে দ্রুত সময়ে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্নস্থানে যাওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপন নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। নোয়াখালীতে বিমানবন্দর করা হলে পাল্টে যাবে বৃহত্তর নোয়াখালীর সার্বিক চিত্র। নোয়াখালীর আন্তর্জাতিক বিমানবন্দর হলে ভালো হবে কারণ, ফেনীর পাশে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কুমিল্লার পাশে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আছে৷ আর এই জেলাগুলোর মধ্যখানে কেন্দ্র হলো নোয়াখালী৷ নোয়াখালীতে আন্তর্জাতিক বিমান বন্দর স্থাপন করা হলে লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা জেলাসহ ফেনী, এবং কুমিল্লা জেলাও উপকৃত হবে৷

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন