প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

প্রেস বিজ্ঞপ্তিঃ

এত দ্বারা দৈনিক কলমযোদ্ধা পোর্টালের নিউজ পাবলিশ গ্রুপের সকল সংবাদকর্মীদেরকে অবগত করা যাচ্ছে যে, যে বা যারা এখনো পরিচয়পত্র গ্রহন করেন নি অতিশীঘ্র পরিচয়পত্র সংগ্রহের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। অন্যথায় কার্ডধারী ছাড়া এবং কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা ছাড়া নিউজ পাবলিশ করা আপাদত স্থগিত করা হয়েছে। একই সাথে তথ্যের ঘাটতি বা তথ্যনির্ভর বিবেচনায় নিউজ প্রকাশ করা না করা বার্তা বিভাগ একান্তই ইখতিয়ার রাখে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন