এত দ্বারা দৈনিক কলমযোদ্ধা পোর্টালের নিউজ পাবলিশ গ্রুপের সকল সংবাদকর্মীদেরকে অবগত করা যাচ্ছে যে, যে বা যারা এখনো পরিচয়পত্র গ্রহন করেন নি অতিশীঘ্র পরিচয়পত্র সংগ্রহের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। অন্যথায় কার্ডধারী ছাড়া এবং কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা ছাড়া নিউজ পাবলিশ করা আপাদত স্থগিত করা হয়েছে। একই সাথে তথ্যের ঘাটতি বা তথ্যনির্ভর বিবেচনায় নিউজ প্রকাশ করা না করা বার্তা বিভাগ একান্তই ইখতিয়ার রাখে।