প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মালিক সমিতির শ্রমিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: ঢাকা বিভাগ আজ শুক্রবার (১৫ মার্চ ই ২০২৪খ্রিঃ)পুলিশ লাইন্স ড্রিল শেডে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা পুলিশ,নরসিংদী কর্তৃক নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে মালিক সমিতি ও শ্রমিকবৃন্দের সহিত সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার,নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়। এসভায় প্রকৃত চালক ছাড়া না চালানো,গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা,যত্রতত্র যাত্রী উঠা-নামা না করা,ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করা,যত্রতত্র গাড়ি না থামানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।উক্ত সভায় গাড়ির চালকগণ তাদের অভিমত ব্যক্ত করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নরসিংদী জনাব অনিবার্ণ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),নরসিংদী জনাব শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল জনাব কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার (পুলিশ লাইন্স) জনাব তোয়াহা ইয়াসীন হোসেন,সভাপতি, নরসিংদী আন্তঃ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি জনাব এএইচএম জাহাঙ্গীর হোসেন,জেলা ট্রাক, ট্যাঙ্ক লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মৃধা, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা,অফিসার ইনচার্জ, মাধবদী থানা, টিআই (প্রশাসন), ট্রাফিক বিভাগ,নরসিংদীসহ জেলা পুলিশ এবং অন্যান্য ইউনিটের অফিসার্সগণ এবং মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন