প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতন

শংকর ঋষি শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হল রুমে ১২টি স্কুল ও বিভিন্ন সংগঠন এ সব ক্রীড়া বিতন করা হয়। উপজেলা নির্বাহী কর্ম কর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনজুর আহসান এর সভাপতিত্বে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালিপদ রায়ের সঞ্চালনায় সভায় বিষেশ অতিথি ছিলেন ম্যস্য কর্ম কর্তা মাসুদ জামান খান ক্রীড়া সংস্থার সহসভাপতি সুব্রত কুমার দাশ একাডেমির সুপার ভাইজার কালিপদ দাশ ক্রীড়া সংস্থারযুগ্ম সম্পাদক পি সি দাশ পিযুষ ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অরবিন্দু দাশ এই সময় উপস্থিত ছিলেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন