প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আলুর বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : আবহাওয়া অনুকূলে থাকলেও এছর উৎপাদন খরচ একটু বেশি। এর কারণ সার ও বীজের দাম ছিল বেশি। তারপরও আলুর ফলন ও দামে কৃষকের মুখে হাসির ঝিলিক। ভালো দাম পাওয়ায় কৃষকরা লাভের মুখ দেখছেন। জমি থেকেই ২৯ টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছে খুলনা ও ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকায়রা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়। অর্জন হয়েছে ১৩ হাজার ১১২ হেক্টর। তবে, আগাম আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ না হলেও এবারে ৪৫ হেক্টর চাষাবাদ হয়। ইতোমধ্যে ৮ হাজার হেক্টর জমির আলু তুলেছে কৃষক। এবার প্রতি বিঘায় ৭০ কেজির বস্তায় আলু উৎপাদন হচ্ছে ৬০ বস্তা করে। সেই হিসেব মতে প্রতি বিঘার আলু বিক্রি করে ১ লক্ষ ২১ হাজার টাকা পাচ্ছে চাষিরা। তানোর পৌর এলাকার জিওল গ্রামের কৃষক আলী হোসেন বলেন, এ বছর আলুর ফলন ও দাম দুটোই ভালো। আলু বিক্রির জন্য হাটে নিয়ে যেতে হচ্ছে না, পাইকাররা জমি থেকেই কিনে নিয়ে যাচ্ছে। কৃষক টিপু সুলতান বলেন, এরমধ্যে আলু তুলতে শুরু করেছি। এবার দ্বিগুন লাভ হচ্ছে। এসব বিষয়ে কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রেজা বলেন, আলুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কীটনাশকও স্প্রে কম করতে হয়। তাই খরচের তুলনায় দ্বিগুন টাকা লাভ হয়েছে। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, এবছর প্রতি বিঘায় ৭০ কেজির বস্তায় আলু উৎপাদন হচ্ছে ৬০ বস্তা করে। আলুর দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছে।#সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ১৬ মার্চ ২০২৪ ফোন: ০১৭৬১-৮৯৯১১৯

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন