প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস পালিত

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাটঃ“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুজিবুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, মিজানুর রহমান, উজ্জ্বল বাইন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায়সহ প্রমুখ।সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মান্য করে চলার আহবান জানান। এই আইনের যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন