প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

প্রেম কুমারী

শাহজালাল সুজন:
আলতা রাঙা গায়ের গড়ন
ঠোঁটের কোণে হাসি,
রূপের নেশায় মাতাল হয়ে
প্রেম জোয়ারে ভাসি।

চাঁদের চেয়েও সুন্দর তুমি
ভ্রু-যুগল ওই আঁখি,
ঝলসে যাওয়া হৃদয় নিয়ে
রূপ সাগরে থাকি।

ঘন কালো উশির কেটে
হাটো মঞ্জীর পায়ে,
কাঁকন সুরে হৃদয় ঘন্টা
বাজে ছন্দের বায়ে।

চন্দন মাখা ঘ্রাণ ছড়িয়ে
দোলা দিয়ে মনে,
নীল গগনে ভেসে বেড়াও
শুভ্র মেঘের সনে।

প্রেম কুমারী লাজুক লতা
সাবিত্রী হও ভোরে,
উষ্ণ দেহে পরশ দিয়ে
আছো বাহু ডোরে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন