প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পবিত্র মাহে রমজান উপলক্ষে জার্নালিষ্ট হেল্প সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জার্নালিষ্ট হেল্প সেন্টারের উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ আক্তারুজ্জামান (৫ম তলায়) পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগর আলী মানিক, চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি জার্নালিস্ট হেল্প সেন্টার। আরও উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন মুন্না, চট্টগ্রাম আলোচিত মুখ। আবু তৈয়ব, আওয়ামী লীগ নেতা সহ বিশিষ্টজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় দৈনিক আই বার্তা উপদেষ্টা আবুল কালাম আজাদ, আই বার্তা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আয়েজ। ইফতার আয়োজনে ছিলো ঐতিহ্যবাহী খাবার পরিবেশন। এ সময় অতিথি বৃন্দরা বলেন, আপনারা সংগঠন কে অর্থনৈতিক ভাবে সহোযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সংগঠনটি মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে। এ সময় প্রধান অতিথি আজগর আলী মানিক বলেন, জার্নালিষ্ট হেল্প সেন্টার শত প্রতিকূলতার মাঝেও সর্বদা দরিদ্র অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত সাংবাদিকদের সহ সাধারণ মানুষের পাশে আছে, আর এ কারণেই নানাবিধ জটিলতা ও প্রতিকূলতার মাঝেও এই সংগঠন ব্যাপকহারে সকলের সমর্থন পেয়ে চলছে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে এমনিই মানুষ হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে জার্নালিস্ট হেল্প সেন্টার এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন