প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

ভবদিশ চন্দ্র, জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন হবে। আগামী ২৮ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বুধবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ মার্চ। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়ের ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু (৬০) গত ১৯ জানুয়ারি রাতে কম্বল বিতরণের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফলে পদটি শূন্য হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন