প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা , ক্যামেরা ও লোগো ভাঙচুর

 এস এম আলমগীর চাঁদ ( বিশেষ প্রতিনিধি ) পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে বাড়ি ঘর ভাংচুর সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যায় সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা, প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, মোহনা টিভির পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন, আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক ও মানবকন্ঠের সাঁথিয়া প্রতিনিধি এমজে সুলভ। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় সংবাদ সংগ্রহ করতে গেলে মৃত একেন আলী সরদারের ছেলে নাসির হোসেন (৪২) ও হেলাল হোসেন (৪৫) সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ,লাঞ্ছিত করে। আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম ঘটনার ভিডিও করতে গেলে তারা তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিকের লোগো (বুম) ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। এ সময় সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা মুঠোফোনে বিষয টি সাঁথিয়া থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত দুইজন কে আটক করে থানায় নিয়ে আসে । এ ঘটনায় সভাপতি মানিক মিয়া রানা সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।স্থানীয় সংবাদ কর্মীকর্মীরা উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন