প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

রংপুরের তারাগন্জে টায়ার পোড়ানো ধোঁয়ার গন্ধে নাকাল মানুষ

বার্তা সম্পাদক: মোঃ আল-আমিন ইসলাম: তারাগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানের পরও টায়ার পুড়িয়ে কালো তেল ও বিটুমিন তৈরির কারখানা বন্ধ করা যায়নি। তারাগঞ্জ উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নের শেরমর্ত্ত দোয়ানীপাড়া খিয়ারজুম্মা বাজার হতে সৈয়দপুর রোডস্থ আনুমানিক ৩০০ গজ সামনে জনবসতিপূর্ণ এলাকায় এটির কার্যক্রম চলছে। কারখানাটির কালো ধোঁয়া ও টায়ার টিউব পোড়ানোর বিষাক্ত গ্যাসের গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। স্থানীয় কৃষকদের সেচের মাধ্যম একটি খালে কারখানার বিষাক্ত বর্জ্য ফেলায় ফসলের ক্ষতি হচ্ছে। ভোগান্তি থেকে রেহাই পেতে কারখানাটি দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটির দক্ষিণে ও পূর্ব পাশে কৃষি জমি। খিয়ার জুম্মা বাজার সৈয়দপুর সড়ক থেকেই নাকে আসছে টায়ার পোড়ানোর গন্ধ। তা ছড়িয়েছে আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত। দুর্গন্ধে নাক চেপে হাঁটতে দেখা গেছে পথচারীসহ পাশের কলেজের শিক্ষার্থীদের। এলাকাবাসী জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বহিরাগত লোকজন ‘ফুয়েল টেক অয়েল কোম্পানি’ নামে এই কারখানাটি গত তিন বছরখানেক আগে স্থাপন করেছেন। শুরু থেকেই স্থানীয়রা এটি বন্ধের দাবি জানিয়ে আসছিল। এমনকি এটি বন্ধে প্রশাসন একবার অভিযান চালিয়ে বন্ধ করার নির্দেশ দেন, বিচ্ছিন্ন করে দেন বৈদ্যুতিক সংযোগ। অভিযানের পরও ক্ষতিকর কারখানাটি বন্ধ করা যায়নি। দ্রুত বন্দর দাবি জানাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন