প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

রাজারহাটে প্রতিপক্ষের আক্রমণের শিকার পিতা পুত্র

রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পুর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে যৌথ আক্রমণের শিকার হয়েছে বাপ-বেটা। ছেলে আব্দুল হাকিম শেখে প্রাণে বাঁচার আত্মচিৎকারে শুনে বাবা মুক্তিযোদ্ধা ফটিক মিয়া এগিয়ে আসলে প্রতিপক্ষ বিবাদী দুইভাই ইউসুফ ও জনি তাকেও এলোপাতাড়ি চর থাপ্পড় কিল ঘুষির আঘাতে গুরুতর হন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ীতে কামারপাড়া বাজার যাওয়ার পথে প্রতিপক্ষের আক্রমণে আহত হন বাপ-ছেলে।পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি করান। এঘটনায় তিনজনকে আসামি করে রাজারহাট থানায় এজাহার দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ফটিক মিয়া। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,এজাহার রুজু হয়েছে,ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন