জাকির হোসেন স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ এর মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: সুজন হোসেনকে আজ বিকাল ৫টা ৩০ মিনিটের সময় ভাইনার মোরস্থ করতোয়া কুরিয়ার সার্ভিস এর পাশে তার নিজস্ব অফিসে বসে থাকাকালীন অবস্থায় কিছু সংখ্যক সন্ত্রাসী তার ওপর অনাকাঙ্ক্ষিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় একপর্যায়ে তার মাথার উপরে কোপ দেয় এবং অনেক ধস্তাধস্তি মারামারি হয় তারপর লোকজনের সমাপনায় দৌড়িয়ে পালিয়ে যায় এবং সুজনকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয় এখন সে মুমূর্ষ অবস্থায় মাগুরা আড়াইশো বেড সদর হাসপাতালে ভর্তি আছে তার অবস্থা আশঙ্কাজনক মোঃ সুজন হোসেনের অনাকাঙ্ক্ষিত আক্রমণে দুঃখ প্রকাশ জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব ও নির্বাহী পরিচালক এম এম আব্দুল হক এবং নির্বাহী পরিচালক এম এম আব্দুল হক আরো জানিয়েছেন দুর্বৃত্তরা যেই হোক বা যতই শক্তিশালী হোক তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন