প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত জলঢাকা থানার মামুনুর রশিদ

মোঃ আল-আমিন ইসলাম, বার্তা সম্পাদক: বিভিন্ন মাদক বিরোধী অভিযান সহ ২০২৩ সালে চুরি, জুয়ারু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, যে কোন কাজ সততার সাথে করে দেখিয়েছেন এএসআই আল মামুনুর রশিদ। জলঢাকা থানায় যখন থেকে যোগদান করেছেন তখন থেকেই আতঙ্কে মাদক ব্যবসায়ীরা। বিভিন্ন অনৈতিক কাজের লিডাররা, এএসআই মামুনুর রশিদ, তারে সাফল্যের জন্য গর্বিত জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম,সহ তদন্ত কর্মকর্তা আব্দুর রহিম, ও থানার সকল প্রশাসন। শ্রেষ্ঠ এএসআই রংপুর রেঞ্জের ২০২৪ সালে,পুরস্কার প্রদান করেন জনাব আব্দুল বাতেন, বিপিএম(বার)পিপিএম অতিরিক্ত আইজিপি রংপুর রেঞ্জ মহোদয়। এবং উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম সবুর মহোদয়, আরো উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই, শুভেচ্ছা জানিয়েছেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির সভাপতি জনাব মোঃ সেলিম রেজা, আরো শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আল আমিন ইসলাম সাধারণ সম্পাদক নীলফামারী জেলা কমিটি। এবং শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনীতিবিদ, গনমাধ্যম কর্মী, সমাজকর্মী, ব্যবসায়ী বৃন্দ, ও বিভিন্ন শ্রেণীর লোকজন, জলঢাকা থানা নীলফামারী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন