নিজস্ব সংবাদদাতাঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, ১৪ মার্চ ২০২৪ খ্রি. ভোর ০৫.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্বরে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকাপ সহ চাউলের বস্তার ভিতরে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং তিনজন কে আটক করেছে র্যাব-১২ গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শরিফুল ইসলাম (৩৮) পিতা-মৃত দইয়া, সাং- বৈকুন্ঠপুর, থানা চিরির বন্দর, জেলা দিনাজপুর। ২। মোঃ নাইম হোসেন (২৮), পিতা-মোঃ আঃ রহিম, সাং- লক্ষ্মণপুর থানা- মনোহরগন্জ, জেলা কুমিল্লা। ৩। মোঃ স্বপন মোল্লা (২৮) পিতা- মৃত মোসলেম মোল্লা, সাং- চরদোয়াইল, থানা- ভাঙ্গা, জেলা ফরিদপুর। এছাড়াও মাদক কারবারির সাথে থাকা মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, ও ৭৬৫০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।