প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ভাওড়া খানপাড়া পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

Anwar Hossen
আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল -৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ এমপির ব্যাপক রাস্তাঘাটের উন্নয়নের ধারাবাহিকতায় আজ মির্জাপুর ভাওড়া ইউনিয়নের খান পাড়া কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা করণের কাজের শুভ উদ্বোধন করেন ভাওড়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হাজী মোঃ মাসুদুর রহমান মাসুদ। টাঙ্গাইল ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জনাব এম আর খান টুটুলের এই রাস্তা পাকা করানোর জন্য তার চেষ্টা সহযোগিতা কৃতিত্ব অপরিসীম । ১৪ ই মার্চ বৃহস্পতিবার ২০২৪ ইং সকাল ১০ ঘটিকার সময় এই রাস্তায় উদ্বোধনী কাজ শুরু করা হয় । কাজের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়ন পরিষদের ১,২,৩, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রুমি আক্তার । ৩ নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ লিটন মাহমুদ । ভাওড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক শহিদুল ইসলাম বিপ্লব । মসজিদের ইমাম সাহেব।বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাস্তায় দুই পাশের জমির মালিকগণ এ সময় উপস্থিত ছিলেন । উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব খান আমাদের শুভ এমপি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন ।অনেকদিন পর তাদের মনের আশা পূরণ হতে চলছে বলে আশা প্রকাশ করেন। তারা আরো বলেন অনেকদিন ধরে তারা অনেক কষ্ট দুর্ভোগ সহ্য করে স্কুল, কলেজ ,মাদ্রাসায় ,তাদের সন্তানদেরকে পড়ালেখা করার জন্য যেতে হয় । এই রাস্তাটি পাকা হলে তাদের আর কষ্ট করতে হবে না ।ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ মাসুদুর রহমান মাসুদ বলেন আমার আগে অনেক জনপ্রতিনিধি ছিলেন কিন্তু এলাকার রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি এজন্য দুঃখ প্রকাশ করেন ।বর্তমান এমপি জনাব খান আহমেদ শুভ মহোদয়ের সময় ব্যাপক উন্নয়ন কাজ শুরু করছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সফলতা কামনা করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন