প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পুলিশ বাহিনী হচ্ছে মানবতার ফেরিওয়ালা

লুৎফুর রহমান :রাকিব যেই বাহিনী অসহায় মায়ের কথা শুনে,অসহায় মায়েয় পাশে দাঁড়াই,অসহায় মাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে,বিশেষ করে অসহায় মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় সেই বাহিনীকে আমি আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় পরিচালক ও সীতাকুণ্ড উপজেলার প্রধান কার্যালয়ের পক্ষ থেকে সেলুট জানাই। উল্লেখ্য:- সিয়াম ১১/১২ বছরের বালক বাবা নাই। মা ও ছোট বোনের সাথে পাহাড়তলী এলাকায় বসবাস করে। জীবিকার তাগিদে পানের ঝুড়ি কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় চট্টগ্রাম শহরের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে। প্রতিদিনের ন্যায় কাঁধে ঝুড়ি নিয়ে বের হয়ে আর মায়ের কাছে ফিরে যায় নি,কিন্তু সিয়ামের মা চট্টগ্রাম শহরের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ঘোরাঘুরি করে নিরুপায় হয়ে অবশেষে ইপিজেড থানা পুলিশের কাছে শরনাপন্ন হলে ইপিজেড থানা পুলিশ তাকে হতাশ করেন নি,ইপিজেড থানা পুলিশ গতকাল রাত্রীকালীন ষ্পোশাল-৫১ মোবাইল টিমের সহায়তায় সিয়ামকে ইপিজেড রেলবিট এলাকা হতে উদ্ধার পূর্বক তার মা ও মামার জিন্মায় প্রদান করা হয়,টিম ইপিজেডকে অপরাধের বিষয়ে তথ্য দিন এবং সেবা গ্রহন করুন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন