প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে মুড়ি কারখানায় বিএসটিআই এর অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ মান সনদ না থাকায় নওগাঁর মহাদেবপুরে মুড়ি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ ১২ মার্চ (মঙ্গলবার) বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে  বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে বাধ্যতামূলক পণ্য মুড়ি উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কুঞ্জবন এলাকার নতুন ব্রীজ রোডের মেসার্স প্রাণবন্ধু চিড়া ও মুড়ি ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতটি মহাদেবপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরার নেতৃত্বে পরিচালিত হয়। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ নাসির উদ্দিন। এসময় তিনি বলেন, জনস্বার্থে বিএসটিআই এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন