প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

 মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড় সোনাইপুল বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মুদি দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবান (১৩ মার্চ) দুপুরে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রামগড় সোনাইপুল বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে জসিম স্টোরে মেয়াদউত্তীর্ণ মালামাল থাকা ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রামগড় উপজেলার সদর, পৌরবাজার ও আশে পাশের এলাকার বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাশ বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান রক্ষায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান নিয়মিতই চলবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন