প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ওগার মান্দায় শরিফুল এমদাদুল ও ধনকুশার নামে তিনজন মাদক সেবীর কারাদন্ডন

উজ্জ্বল কুমার সরকারঃ নওগাঁর: মান্দায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য অধিদপ্তর নওগাঁ অফিসের একটি বিশেষ টিম তিনজন মাদকসেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কুসুম্বা গ্রামের পিয়ার বক্সের ছেলে শরিফুল (৩০), একই গ্রামের নরেন্দ্রনাথ মহান্তের ছেলে ধনকুশার মহন্ত (৪০),আরেকজন হল চকশ্যামরা গ্রামের আমির মন্ডলের ছেলে এমদাদুল (৪৫)। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার লায়লা আন্জুমান বানু তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত শফিকুল ও ধনকুশার মহন্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ইমদাদুল কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা অনাদায় আরও সাত দিন কারাদন্ড প্রদান করেন। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন