প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলা, শরীর চর্চা করতে হবে কম্পিউটার ও শিখতে হবে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ অদ্য ১০/৩/২০২৪ ইং রবিবার সারাদিন ব্যাপী নরসিংদী শিবপুর উপজেলায় কামরাব ঐতিহ্যবাহী ফুলকুড়ি কিন্ডার গার্টেন এর ২২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুমন। প্রধান অতিথি বলেন কামরাব ফুলকুড়ি কিন্ডারগার্টেন এর ২২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে যে উপস্থিতি এত বেশি ছাত্রছাত্রী, এখানে আসিয়া আমি আশ্চর্য হয়ে গেছি। এই স্কুলে আসিয়া যে সুনাম আমি শুনলাম, এত কিছু আমি এখানে আসার আগে জানতাম না। আমি আসলে আশ্চর্য এবং গর্বিত এবং আনন্দিত । আমাদের সময় কিন্ডারগার্টেন ছিলই না, আগে পাঁচ, ছয় বছর বয়স হলে স্কুলে যেত , আর এখন পাঁচ ,ছয় বছর বয়স হবার পূর্বেই ছোট ছোট শিশুরা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়ে অনেক কিছু শিখে ফেলে, যা আমরা জানি না ,আমরা লেখাপড়া শেষ করেছি অনেক আগেই কিন্তু কিন্ডার গার্ডেন শিক্ষার্থীরা যা জানেন , যা শিখিয়েছেন তার অনেক কিছুই আমরা জানিনা , কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা মেধাবী থাকে , কিন্ডারগার্টেন থেকে যে ভিত্তি স্থাপন করা হয় সে ভিত্তিটাতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মাঝে যে বীজ রোপন করা হয় ,সেই বীজ থেকে যে অঙ্কুর শুরু হয়, সে অঙ্কুর যদি পাকা পোক্ত না হয় তাহলে গাছ বড় হলেও কিছু লাভ নাই। কিন্ডার গার্টেন যে ভিত্তিটা স্থাপন করা হয় এতে আমার মনে হয় যে , কিন্ডার গার্টেন সঠিক মানুষ গড়তে পারেন কারণ কিন্ডারগার্টেনের শিক্ষকরা অনেক মেধাবী এবং পরিশ্রম করে থাকেন ।সেজন্য আমি মনে করি যে প্রত্যেকটা এলাকায় যদি কিন্ডারগার্টেন গড়ে ওঠে এটা সমাজের জন্য ভালো এবং যারা শিক্ষা নিবেন তাদের জন্য ভালো আমার মনে হয় । সমাজে কালো ছায়া মাদক ,মাদক থেকে ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হলে শুধু লেখাপড়া করলে হবে না লেখাপড়ার সাথে সাথে খেলা ধুলাও করিতে হবে ,শরীরচর্চা করতে হবে ,পরিশ্রম করতে হবে । আর একটি কথা মনে রাখবেন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না যদি পারেন শিক্ষার্থীদের কে কম্পিউটার কিনে দিবেন ।সামনে এমন একটি সময় আসবে যে কম্পিউটার জানা না থাকলে সরকারি চাকুরি নিতে পারবে না , সে যুগ আমাদের সামনে আসছে ,সে জন্য লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার শিখতে হবে। কামরাব ফুলকুড়ি কিন্ডার গার্টেন এর সভাপতি মোঃ আলাল মিয়ার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মোঃ নাদিম সরকার, চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাদির মিস্টার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর উপজেলা পরিষদ। মোঃ সবুজ আহমেদ সরকার, পরিচালক যশোর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী, উপস্থিত অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন