প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সিংড়ায় রমজান মাসের পবিত্রতা রক্ষায় ইসলামী আন্দোলনের স্বাগত র‍্যালি

সিংড়া নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায়

ও আগমী উপলক্ষ্যে স্বাগত র‍্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখা।

রবিবার (১০ মার্চ) বিকালে এ উপলক্ষ্যে আসর নামায পর সিংড়া কোর্ট মসজিদ চত্তর হতে একটি র‍্যালী বের হয়ে পৌর শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। পরে সিংড়া বাসস্ট্যান্ডে এলাকায় এসে পথসভায় মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতারদিঘি ইউনিয়ন শাথার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সাধারন সম্পাদক আলহাজ্ব মাওঃ আব্দুল কুদ্দুস প্রমূখ।
বক্তারা বলেন, একজন মুসলিম হিসাবে রমজান মাসে শুধু নিজে রোজা রাখলেই হবে না। রমজান মাসের পবিত্রতা রক্ষা করার দায়িত্বও পালন করতে হবে। এ বিষয়ে আমরা সকলেই সচেতন হবো ইনশাআল্লাহ।

মোঃ এমরান আলী

১০.৩.২৪

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন