প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গুইমারায় বাল্যবিবাহ রোধে মহিলা বিষয়ক কর্মকর্তার অভিযান

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির গুইমারায় বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে ১০০০/- হাজার টাকা জরিমানা করেছে, মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত।

১০ই মার্চ রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী এই জরিমানা করেন।

হাফছড়ি ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল।

খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাছিনা আলম পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়।

ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের সত্যতা যাচাই বাছাই য়ের মাধ্যমে নিশ্চিত করতে পারে মহিলা বিষয়ক কর্মকর্তা।

পরে মেয়ের বাবা, মাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ সময় কনের বাবাকে ঐ জরিমানা করেন। কনে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলো।

এসময় ইউএনও বলেন এলাকার সকল অভিভাবক দের সচেতন হতে হবে,এতে সমাজ ব্যবস্থা সুন্দর থাকবে, বাল্যবিবাহ রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন