প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মোঃ নাঈম উদ্দিন সিরাজী,বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মা রশিদা খানমকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেসা এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, আসামি নাহিদ ইমরান নিয়ন জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। টাকা-পয়সা ও অন্য বিষয়াদি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভোরে ধারালো ছুড়ি দিয়ে মা রশিদা খানমকে গলাকেটে হত্যা করে। পরে এ ঘটনায় আসামির আরেক ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানার মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন