প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব- অনুষ্ঠিত

এসডি রুবেলঃ স্টাফ রিপোর্টারঃ বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি”আজ রবিবার (১০ মার্চ) দুপুরে সমকাল সুহৃদ সমাবেশ, জামালপুর এর আয়োজনে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের সেমিনার হলে প্রতি বছরের ন্যায় এবারও বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ক্যাপ্টেন এস.আই.এম জাহানিয়ার, পিএসসি, বিএন (অব.) অধ্যক্ষ, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ, জামালপুর।

“সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে” বিষয়ের উপর পক্ষে বিপক্ষে দুইদল চমৎকার যুক্তিতর্কের মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বিতর্ক প্রতিযোগিতায় জামালপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আনোয়ার হোসেন মিন্টু, সমন্বয়ক, সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৪, জামালপুর এর ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই আয়োজন সফল হয়েছে।

মোঃ জাহিদুল আলম (সোহেল), সভাপতি, সমকাল সুহৃদ সমাবেশ, জামালপুর জেলা কমিটি এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শীতেষ চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর; হাফিজ রায়হান সাদা, সভাপতি, জামালপুর প্রেসক্লাব সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন