উজ্জ্বল কুমার সরকারঃ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ফারহানা (৯) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ফারহানা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শ্যামবাটি গ্রামের ইমরান হোসেনের মেয়ে বলে জানা গেছে। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি শ্যামবাটি মোড়ে রাস্তা পারাপারের সময় একটি অটো চার্জার সজোরে ধাক্কা মারে শিশুটি ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নওগাঁ।