প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

শুভ জন্মদিন সাবিরাহ্ রেজা

মোঃ আল-আমিন ইসলাম, বার্তা সম্পাদক: আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির সভাপতি জনাব মোঃ সেলিম রেজার একমাত্র মেয়ের আজকে শুভ জন্মদিন।  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ সেলিম রেজার একমাত্র কন্যা সন্তান,সাবিরাহ্ রেজা চতুর্থতম বছর প্রতি শুভ জন্মদিন, এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বাবু,সহ বিভাগীয় কমিটির সকল সদস্যরা।ও নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন ইসলাম জাহিরুর ইসলাম জীবন সহ-সভাপতি, মোঃ মনিরুজ্জামান মিলন পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক, সহ জেলা কমিটির সকল সদস্যরা। এবং আরো শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, সহ সাধারণ জনগণ। শুভ কামনা রইলো আগামীর জন্য, সকালে দোয়া করবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন