মোঃ মাজেদুল ইসলামঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় অবস্থিত আব্দুল হামিদ মডেল স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণীও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৬ মার্চ ২০২৪ ইং রোজ বুধবার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১১ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১.০০ টায় শেষ হয়।এরপরে নামাজ ও খাওয়ার বিরতি দিয়ে বিকেল ৩.০০ টায় দ্বিতীয় পর্ব তথা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ মোজাফফর হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ বড়খাতা ইউনিয়ন শাখা। এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম ম্যানেজার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দোয়ানি শাখা, বড়খাতা,জনাব খালেকুজ্জামান চয়ন,অধ্যক্ষ, ফকিরপাড়া আদর্শ মহিলা কলেজ, জনাব মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ, জামশেদ আলী কৃষি ইনস্টিটিউট, বড়খাতা হাতীবান্ধা।জনাব মোঃ আজিজুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোছাঃ মাজেদা বেগম, সাবেক সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান, হাতীবান্ধা উপজেলা পরিষদ,হাতীবান্ধা লালমনিরহাট, জনাব মোঃ নূর নবী মিয়া দুলাল বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও ম্যানেজিং কমিটির সদস্য, বড়খাতা উচ্চ বিদ্যালয়, উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা মোছাঃ আফিকা সুলতানা ও হোমায়রা আক্তার। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ মকবুলার রহমান মিঠুর সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় সুন্দর ও সফলভাবে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সমাপনী বক্তব্যে আব্দুল হামিদ মডেল স্কুল এর প্রধান শিক্ষক জনাব মোঃ মকবুলার রহমান মিঠু অনুষ্ঠানে আগত সকল অতিথি, অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে বিগত দিনের ভুল ত্রুটি শুধরিয়ে আগামীতে সুন্দর ভাবে উক্ত প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।