প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

সিরাজগঞ্জ শাহজাদপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

মোঃ নাঈম উদ্দিন সিরাজী,বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জঃ শুক্রবার ৮ই মার্চ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৩০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ – ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম।

এর আগে স্পিডবোট নিয়ে নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন ও আরকান্দি, জালালপুর, ভেকা এলাকার নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন।

পরে শাহজাদপুর উপজেলাধীন ব্রাহ্মনগ্রাম-হাটপাচিল ডানতীর সংরক্ষন এলাকা পরিদর্শন করেন ও ২ মাসের মধ্যেই যমুনা নদীর ডানতীরে চলামান ৬৩৫ কোটি টাকার প্রকল্পের কাজের দৃশ্যমান অগ্রগতী সম্মুখভাগে দেখতে পাওয়া যাবে বলে জানান, জাহিদ ফারুক পানিসম্পদ প্রতিমন্ত্রী ।

অন্যদিকে শাহজাদপুরের করতোয়া নদী খননের কাজ পরিদর্শন করেন ও নদীতে কোনো প্রকার অনিয়মের কাজ করা যাবেনা বলে নির্দেশ দেন সেনাবাহিনীকে এবং স্থানীয় এমপি চয়ন ইসলাম কে বিষয়টি পর্যালোচনা করতে বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও জনসাধারণ বৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন