প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে সাবেক এমপির বাগানের গাছ কাটলো দুর্বৃত্তরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের বাগানের প্রায় ৯০টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা গালগুলো কেটে সাবার করেছে। উপজেলা সদরের রাণীনগর-নওগাঁ সড়কের পাশে পশ্চিম বালুভরা এলাকায় নতুন বাগানে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ক্রয়সূত্রে প্রায় ৩৩ শতক জায়গা রয়েছে। ওই জায়গায় বাগান গড়ে তোলার জন্য ৮ মাস আগে প্রায় ৬ শতক জায়গাতে বিভিন্ন জাতের ১৪০টি কলা গাছ রোপণ করেন। বাগানের গাছগুলো অনেক বড় হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে কে বা কাহারা শত্রুতা করে ৯০টি কলা গাছ কেটে ফেলেছে।

সাবেক এমপি আনোয়ার হোসেন হেলাল বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে আমি খবর পাই আমার বাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার সকালে ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন