প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রুশন আলী (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কে মুতির দোকান পয়েন্টের স্ব-মিলের পাশে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটি নরসিংপুর থেকে দোয়ারাবাজার হয়ে শিমুল বাগান যাবার পথে লামাসানীয়া মুতির দোকান পয়েন্টের স্ব-মিলের সামনে আসামাত্র এক নারীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রুশন আলীর মৃত্যু হয়।
মৃত রুশন আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার পুত্র। সাথে থাকা একই এলাকার ঘিলাছড়া গ্রামের আনোয়ার হোসেনকে প্রথমে দোয়ারাবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন সাথে থাকা আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন