প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামেনী (র:) এর বাৎসরিক ওরশ

 নাঈম উদ্দিন সিরাজী,বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহ হাবিবুল্লাহ ইয়ামেনী (র:)এর মাজার শরীফে বাৎসরিক ওরশ শরীফ। শাহজাদপুর উপজেলা থেকে প্রায় ৩.২কি.মি. দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। এই মাজার শরীফ করতোয়া নদীর পূর্ব পাশে অবস্থিত। এখানে সব দিনই মানুষের জনসমাগম হয়। তবে শুক্রবার অনেক বেশী মানুষের সমাগম হয়। হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামেনী (র:) এর বাৎসরিক ওরশ হয় চৌত্র মাষের ১ম সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার দুইদিন ব্যাপী।উক্ত ওরশ শরীফে আপনারা দলে দলে যোগদান করিয়া তাপস শ্রেষ্ঠ ওলির রুহানি ফায়েজ হাসিল করুন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন