প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পুলিশ সুপার সপ” শেরপুর এর শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলা পুলিশের উদ্যোগে শেরপুর শহরের প্রাণকেন্দ্র তিনআনি বাজার/ কলেজ মোড় সংলগ্ন “পুলিশ সুপার সপ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানিকভাবে “পুলিশ সুপার সপ” এর শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মব্যস্ত মানুষের জন্য একই ছাদের নীচে আরমে প্রয়োজনীয় প্রায় সব পণ্য সামগ্রী পাওয়া যাবে “পুলিশ সুপার সপে”। পুলিশ সদস্য ও শেরপুর জেলাবাসী জন্য
সুলভ মূল্যে পণ্য ক্রয় এবং শেরপুর জেলা পুলিশের সার্বিক কল্যাণের নিমিত্তে শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়ের একান্ত ‘সুদূর প্রসারী কর্মপরিকল্পনা ও নির্দেশনার আলোকে নির্মিত এই “পুলিশ সুপার সপ” উদ্বোধন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন