প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা প্রিয়ব্রত নাগের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, দোয়ারারাজার থানা (ওসি) তদন্ত শামছুদ্দিন, বিআরডিবি কর্মকর্তা শাহীনুর হক, মহিলা বিষয়ক অধিদফতরের প্রতিনিধিত্ব করেন অফিস সহকারী এনামুল হক, এসময় সমাজের বিভিন্ন পেশার নারী উদ্যোক্তা’ সাংবাদিক সহ এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা এখন আর কোন কাজেই পিছিয়ে নেই। সর্ব ক্ষেত্রেই তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের প্রধান মন্ত্রী, সংসদের স্পিকার সহ একাধিক নারী মন্ত্রী রয়েছে। আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধধকতা, বাল্য বিয়ে, যৌতক, ইবটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে মত দেন তারা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন