প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

১০ তম দেশ মাতৃকা ও বিশ্ব শান্তি কল্পে অষ্ট প্রহর ব্যাপী লীলা কির্তন

 শংকর ঋষি শাল্লা উপজেলায় প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ডুমরা যুব সংঙ্গের উদ্যোগে ১০ তম দেশ মাতৃকা ও বিশ্ব শান্তি কল্পেঅষ্ট প্রহর ব্যোপী লীলা কির্তন অনুষ্ঠিত হয় স্হান ডুমরা রসিক লাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠ আয়োজনে ডুমরা গ্রাম বাঁশি । সভাপতি পলাশ চৌধুরী সাধারণ সম্পাদক অনুকূল দাশ (অনু) সঞ্চালনায় ২৩ ফাল্গুন ১৪/৩০/ বাংলা ৭ই মার্চ ২০/২৪ / খ্রিঃ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন সুধাংশুরঞ্জন দাশ শুভ অধিবাস করেন শ্রী হরি ঔম সম্পদায় মুক্তা পুর এতে উপস্থিত ছিলেন শিশির চন্দ্র দাশ হিল্লোল চৌধুরী রঞ্জন সরকার বিপ্লু চন্দ্র দাশ জিবন চন্দ্র দাশ সুবাস চন্দ্র দাশ অনিল তালুকদার জোতিশ চন্দ্র দাশ দীরন্দ্র সরকার দীগেন্দ্র চন্দ্র দাশ আরো উপস্থিত ছিলেন ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী ( নান্টু) শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাশ শাল্লা উপজেলা পরিষদ ভাইশ চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ সীমান্ত তালুকদার মিদুল সরকার সুজন চন্দ্র দাশ করুন চন্দ্র দাশ মনোরঞ্জন চন্দ্র দাশ প্রভাকর দাশ আরো উপস্থিত ছিলেন এলাকার গন্য মান্য ব্যেক্তী বর্গ গন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন