প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাইদুর রহমান নামে এক মাদক কারবারি গ্রেফতার

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর পোরশায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পুরিয়া গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর ক্যাম্পের টহলদল। আটককৃত হলেন, সাপাহার থানার কইকুড়ি গ্রামের শুকুর উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩০)। এসময় একই গ্রামের সোবহান মন্ডলের ছেলে বাবু (২৫) পালিয়ে যায়। মঙ্গলবার (৫ মার্চ) সিভিল সোর্স ও আর আইবি সিপাহী আতিক হাসান এর তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রকিব খান এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ৫ কিঃমিঃ উত্তর পূর্ব দিকে এবং সীমান্ত মেইন পিলার ২৩১ হতে ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কালাইবাড়ী মোড় পাকা রাস্তার তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এ পুরিয়া গাঁজা ও পুরাতন রেজিঃ বিহীন লাল রংয়ের ৮০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে। নিতপুর ক্যাম্পেন কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন এবং বুধবার সাইদুরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। নওগাঁ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন