প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভূরুঙ্গামারী – স্থলবন্দর রোডে সেতুর উপর ট্রাক চাপায় মাদ্রাসার ছাত্রী নিহত

বাদশা আলমগীর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: ভূরুঙ্গামারী -স্থলবন্দর মহাসড়কে সোনাহাট সেতুর উপর ট্রাকের চাকার নিচে পড়ে এক কওমী মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ মার্চ বৃহস্পতিবার আনুমানিক ২:১৫ ঘটিকার সময়। নিহত ব্যক্তি মোছা: সানজিদা খাতুন, ভূরুঙ্গামারী উপজেলার, চর- ভূরুঙ্গামারী ইউনিয়নের হুচার বালা গ্রামের শহিদুল ইসলামের কন্যা। নিহত সানজিদা তার পিতার সাথে সাইকেল উঠে ভূরুঙ্গামারী আসার পথে সোনাহাট সেতুর উপর পাটাতনের সাথে সাইকেলের ধাক্কা লাগলে সানজিদা সাইকেল থেকে ছিটকে সোনাহাট স্থলবন্দর গামী ট্রাকের চাকার নিচে পড়ে যায়। মুমুর্ষ অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন