প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৪ পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই ৩য় দিন”

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ সেবার ব্রতে চাকরি’ মাননীয় আইজিপি স্যারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার জন্য কাঙ্ক্ষিত জনগণের পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের প্রার্থীদের ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর চতুর্থ ইভেন্ট পুশ আপ, পঞ্চম ইভেন্ট সিট আপ, ষষ্ঠ ইভেন্ট ড্যাগিং ও সপ্তম ইভেন্ট ডগ ক্লাইম্বিং পরীক্ষা সম্পন্ন হয়েছে।

‘দামপাড়াস্থ সিএমপি মাঠ’ ভেন্যুতে চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে পরিচালিত হচ্ছে নিয়োগ কার্যক্রম। তিনি সমগ্র কার্যক্রমের শুরু হতে শেষ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেন।

এছাড়াও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন