প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

মোঃ আল-আমিন ইসলাম,বার্তা সম্পাদকঃ ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মামুন ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের সরকারপাড়া রেলঘুন্টি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মামুন জেলা শহরের প্রগতি পাড়া এলাকার মৃত. আব্দুল মালেকের ছেলে। মামুন একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে রেল পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় চিলাহাটিগামী ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মারা যান মামুন,পরে খবর পেয়ে রেলপুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন।
সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) সাকিউল আযম বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ ছিলো না। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।
ওসি বলেন, ২০দিন আগে মামুনের বাবা মালেকও মারা যান। তিনিও অসুস্থ্য ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন