প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী মনোহরদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

 খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: ঢাকা বিভাগ আজ বুধবার (৬ ই মার্চ ২০২৪ খ্রি.)নরসিংদী মনোহরদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়াকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন।নিহত দুই ভাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেন এর ছেলে রুবেল মিয়া(৩০) ও রাকিবুল হাসান(১৭)। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়াকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়ীতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন,রুবেল মিয়া সহ ১০ থেকে ১২ জন শ্রমিক। এরপর বুধবার সকাল ৯ টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হন দুই ভাই।এ সময় বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম বলেন, নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে।পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন