প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগ সেরা আসিফ আব্দুল্লাহ

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এর বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান ও কাবিংয়ে রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ভাঙ্গুড়ার আসিফ আব্দুল্লাহ। সে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আসিফ আব্দুল্লাহ সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আলতাব হোসেন ও ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা জহুরা দম্পতির সন্তান। আজ বুধবার দুপুরে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) একাডেমি ভবনে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা পদক-২০২৪ এর অনুষ্ঠান শেষে তাকে পদক ও সনদ প্রদান করা হয়।বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালক অলক চক্রবর্তীসহ উপস্থিত অতিথিরা তার হাতে পদক তুলে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ আব্দুল্লাহ পিতা প্রভাষক আলতাব হোসেন। তিনি বলেন, তাঁর ছেলে আসিফ আব্দুল্লাহ বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান ও কাবিংয়ে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। সে এখন জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। ছেলের এমন সাফল্যে তিনি ভীষণ খুশি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন