প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগার মান্দায় বিশেষ পুলিশের অভিযানে ওয়ারেন ভুক্ত ৫ জন আসামি গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত শ্রীরামপুরের গ্রামের কেরামত মন্ডলের ছেলে ওয়াজেদ আলী বাবু, হাটোইর গ্রামের মুসলিম আলীর ছেলে মোশারফ ও একই গ্রামের মহিম মোল্লার ছেলে মুসলেম আলী। অন্য দিকে নিয়মিত মামলায় ফেটগ্রামের আজিম উদ্দিনের ছেলে মাসুম ও ধর্ষন চেষ্টা মামলায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার লালচাঁদের ছেলে ইয়াসিন আরাফাত, গ্রেফতার ইয়াসিন মান্দা উপজেলায় পরচুলের ব্যবসা করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।পরে তাদের জেলহাজতে প্রেরন করা হয়। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন