প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাটঃ
জয়পুরহাটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জয়পুরহাট সদর উপজেলা থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিভাগীয় মুখ্য পাট পরিদর্শক নাদিম হোসেন, চেম্বার এন্ড কমার্সের সিনিয়র পরিচালক আঃ করিম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম প্রমুখ।সভায় পাট চাষ বৃদ্ধি এবং পাটের সঠিক মুল্য প্রাপ্তি, পাটের গুনগত মান উন্নয়ন এবং পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পরামর্শ দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন