প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মাটিরাঙ্গায় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

মোঃ সালাউদ্দিন:– খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় ও দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ ০৬মার্চ গভীর রাতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মোঃ মকবুল হোসেন ও সৈয়দ রাশেদ মাটিরাঙ্গাথানা এলাকার মাটিরাঙ্গা পৌরসভা,০৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জাহের মিয়া ও শামসুল হকের ছেলে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারন মাদক ও চোরাকারবারি।এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন